A light on vedanta, its importance on nation's integrity, human being's self knowledge for wisdom and solve the hurdles before us.
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
লেবেলসমূহ:
heritage,
india,
intolerance,
tradition,
vedanta
বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
পরা-অপরা
পরা-অপরা
যে জ্ঞান আমাদের বাইরের জগতের সঙ্গে আমাদের পরিচিত করায় - তাই অপরা। আর যে জ্ঞান আমাদের পরম সত্যের দিশা দেয় তা হল পরা বিদ্যা। ভারতীয় শাস্ত্রে আত্মা তথা পরমাত্মাই হলেন পরম সত্য। তাই পরমাত্মাকে জানার জ্ঞানই হল পরা বিদ্যা। অর্থাৎ অধ্যাত্মবাদ তথা অধিবিদ্যাকেই বলা হয় পরা বিদ্যা। পরা অর্থ শ্রেষ্ঠা তথা উচ্চ এবং অপরা অর্থ নিম্ন। অনেক ক্ষেত্রে এই উচ্চ বা পরা বিদ্যাকে শুধু মাত্র বিদ্যা বলেই অভিহিত করা হয়েছে। অপর পক্ষে অবিদ্যা শাস্ত্র হল অপরা বিদ্যা। আমাদের বাস্তব জগতের জ্ঞানকে এই অবিদ্যা বা অপরা বিদ্যা বলে অভিহিত করা হয়। বাস্তব জগতের জ্ঞান যথা পদার্থ বিদ্যা থেকে স্থাপত্য বিদ্যা, কলা, সংগীত - যা কিছু এই মায়াময় জগতে মায়ার বিকাশের সহায়ক সবই এই অপরা বিদ্যা বা অবিদ্যা শাস্ত্রের অন্তর্গত। প্রাচীন ভারতবর্ষে বিদ্যা তথা পরা বিদ্যার সাথে সাথে অপরা বিদ্যা তথা অবিদ্যা শাস্ত্রও বিকশিত হয়েছিল। দিল্লীর কুতুবশাহি কমপ্লেক্সে রক্ষিত গুপ্তযুগের মরিচা বিহীন লোহার স্তম্ভ, প্রাচীন সোমনাথ মন্দিরের ঝুলন্ত বিগ্রহ( যা সবুক্তগিন ধ্বংস করেছিলেন) - এ সবই প্রাচীন ভারতে অপরা বিদ্যার অভূতপূর্ব নিদর্শনের সাক্ষী। আমাদের উপনিষদে পরা বিদ্যাকে যেমন পরম জ্ঞান লাভের উপায় রূপে চিহ্নিত করা হয়েছে তেমনই অপরা বিদ্যাকে জাগতিক উন্নতি তথা বিকাশের সহায়ক রূপে চিহ্নিত করা হয়েছে। জগতের বিকাশের জন্য উভয় বিদ্যাই সমান ভাবে প্রয়োজনীয়। তাই আমাদের মাণ্ডুক্য উপনিষদে বলা হয়েছে "দ্বে বিদ্যে বেদিতব্যে পরা চাপরা চ"।
নির্গুণ এবং সগুণ
নির্গুণ এবং সগুণ
ঈশ্বরবাদী এবং বিজ্ঞানবাদী উভয়ের কাছেই নির্গুণ ও সগুণের ধারনা স্পষ্ট হওয়া দরকার। আমাদের প্রশ্ন – সৃষ্টির আদিতে কি ছিল, অন্তেই বা কি, কিভাবে প্রাণের সৃষ্টি হল – ইত্যাদি। নির্গুণ - অর্থ নাই গুণ অর্থাৎ গুণহীন অবস্থা। সগুণ অর্থাৎ গুণযুক্ত অবস্থা। ঈশ্বরবাদী ও বিজ্ঞানবাদী উভয়েই এ বিষয়ে একমত যে শুরুতে কিছুই ছিল না। এই বিশ্ব – এই জগৎ সৃষ্টি পরে হয়েছে। আগে সৃষ্টি তারপর গুণারোপ। অর্থাৎ কোন কিছু সৃষ্টির পরেই তাতে নানা রকম গুণ আরোপ করা যেতে পারে। তাই গুণ বস্তুর মৌলিক ধর্ম নয়। গুণ যেমন অর্জন করা যেতে পারে তেমনই তা ক্ষয়শীল। চিরস্থায়ী তাই’ই – যা শুরুতে ছিল, এখনও আছে, শেষেও থাকবে। চিরস্থায়ী যে কোন কিছুই হল নির্গুণ অবস্থা – যা অর্জিত হয় নাই, যা সততই বিদ্যমান, যার কোন ক্ষয় নাই – তাই’ই নির্গুণ অবস্থা। এই অবস্থাকে গুণাতীত অবস্থাও বলা হয়। আর সগুণ অবস্থা নির্গুণের অনুবর্তী।
নির্গুণ ও সগুণ – আরও স্পষ্ট করে বুঝতে গেলে কতকগুলি উদাহরণের সাহায্য নেওয়া যেতেই পারে – ধরা যাক আমাদের সামনে একটি কাঠের চেয়ার রয়েছে। চেয়ারটিতে দুপাশে হাত রাখার জায়গা আছে। সুন্দর হেলান দেবার ব্যবস্থা আছে। এগুলি হল চেয়ারটির গুণ। কিন্তু শুরুতে এগুলি ছিল না।শুরুতে ছিল শুধুই কাঠ, কতকগুলি কাঠকে জোড়া লাগিয়েই একটা চেয়ার তৈরি করা হয়েছে। দেওয়া হয়েছে ‘বসা যায়’ এমন এক প্রাথমিক গুণ। তারপর তাতে আরও গুণ অর্পণ করা হয়েছে – তৈরি হয়েছে একপ্রকার আরাম কেদারা। আবার চেয়ারের শুরুতে যে কাঠ – তার যা যা গুণাবলি – তাও প্রথমে ছিল না। প্রাথমিক অবস্থায় কাঠটি কাঁচা ছিল, তারও আগে কাঠের টুকরোগুলি কোন গাছের গুঁড়ির অংশ ছিল। গাছের গুড়ি থেকে কাঠের টুকরোটি কেটে বার করতে হয়েছে – সাথে সাথে গুণারোপ হয়েছে কাঠের টুকরোটির। এইভাবে আমরা যত প্রাথমিক থেকে প্রাথমিকতর স্তরে যাবো তত আমরা বস্তুর মৌলিকতর অবস্থা প্রাপ্ত হব। বস্তুর যত মৌলিকতর অবস্থা প্রাপ্ত হব তত সেখানে গুণের অস্তিত্ব কম প্রকাশমান হবে। অবশেষে আরও প্রাথমিক স্তরে আমরা দেখবো(!) বস্তুটির অস্তিত্বই সঙ্কটে পড়ে যাচ্ছে। অবশেষে হয়ত আমরা গুণযুক্ত কিছুই খুঁজে পাব না। - এই হল ঐ চেয়ারের পূর্ণ নির্গুণ অবস্থা। আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখি – ঘর-বাড়ি, জামা-কাপড়, খাদ্য-পানীয়, ভোগ্য বস্তু এমনকি আমরা নিজেরা পর্যন্ত – সমস্ত কিছুরই এই একই অবস্থা। প্রথমে কাঁচা মাল – তারপরে রূপদান – তারপরে গুণ প্রদান। আবার সেই কাঁচা মালের গুণাবলীও আরোপিত হয়েছে আরও মৌলিক কোন স্বল্প গুণযুক্ত বস্তু হতে। একদম প্রাথমিক স্তরে সেই নির্গুণ অবস্থা। এই ভাবে বিশ্ব-ব্রহ্মাণ্ডের যা কিছু – নানা গুণের অধিকারী শস্য-শ্যামলা পৃথিবী থেকে শুরু করে – অন্যান্য গ্রহ-তারা-সূর্য – সবারই এই এক আদি বা এক পরিণতি – নির্গুণ অবস্থা – যা কোন দিন অর্জিত হয় নাই, তার কোন ক্ষয়ও নাই। সমস্ত সৃষ্টির মূলে সেই নির্গুণ। আচ্ছা নির্গুণ-সগুণ ধারনা না হয় প্রাথমিক ভাবে বোঝা গেল। কিন্তু অবস্থা কী বা তার বৈশিষ্ট্য কী বা যদি সম্পূর্ণ গুণহীন অবস্থা হয় – কী তার সত্ত্বা? আবার বৈশিষ্ট্য থাকলেই গুণের প্রশ্ন এসে যায়। তবে কী আছে সেই অবস্থায়? আমাদের প্রশ্ন সেখানেই, আমাদের গবেষণাও সেই নিয়েই। তবে প্রাথমিকভাবে বলা যায়, যাকে অমরা নির্গুণ বলছি তা শুধুই এই মায়াময় জগতের সাপেক্ষেই। নির্গুণ অবস্থা হল সেই অবস্থা যেখানে জগতের কোন নিয়ম, কোন গুণ প্রযোজ্য নয় – মায়ার ঊর্ধ্বে। আবার পরে আমরা দেখব প্রাণী এবং অন্যান্য-জীব সম্বন্ধে এই নির্গুণ-সগুণ ধারনার প্রয়োগ কিভাবে আমাদের বহু চর্চিত প্রশ্নের সমাধানের দিকে নিয়ে যায়।
দ্বৈত বাদীর ভাষায় নির্গুণ সত্ত্বা অসম্ভব। তাঁদের কথায় ব্রহ্ম সগুণ – ব্রহ্ম কখনও নির্গুণ হতে পারেন না – কারণ শূন্য থেকে কোন কিছুর সৃষ্টি হওয়া অসম্ভব। এইখানেই ভ্রান্তি এবং দ্বন্দ্ব। তাঁরা যে গুণহীন অবস্থাকে শূন্য বলছেন তা প্রকৃত-রূপে গুণাতীত অবস্থা। অক্ষয়-অব্যয়,নিত্য এই অবস্থাকেই অদ্বৈতবাদী নির্গুণ ব্রহ্ম বলেন। নির্গুণ ব্রহ্মের এই গুণাতীত অবস্থায় যেকোনো রকম গুণই অব্যক্ত।
ঈশক্রিয়া
ঈশক্রিয়া
এই জগতের সমস্ত ঘটনাবলী এক অমোঘ কার্য-কারণ সম্পর্কের অধীন। ঘটে যাওয়া কার্য হল অপর কোন কার্যের কারণ। আবার সেই কার্য হল অপর নতুন কোন এক কার্যের কারণ। এই কার্য-কারণ সম্পর্কের বন্ধনটি বোঝার জন্য আমরা একটি দৃষ্টান্তের সাহায্য নেব।
গঙ্গানদী
তাপ
ও
হিমবাহ
(কারণ)
|
V
হিমবাহের
গলন
ও
জল
সৃষ্টি
(কারণ)
|
V
জল
ধারা
ও
জল
প্রপাত
(কারণ)
|
V
বিদ্যুৎ
উৎপাদন
(কারণ)
|
V
শক্তির
চাহিদ
পূরণ
(কারণ)
এই ভাবে আমরা দেখতে পই সমস্ত ঘটনবলীই এক কার্য কারণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। কিন্তু আদিতে বা অন্তে কোন নির্দিষ্ট কারণ বিহীন কার্যই বর্তমান।
মায়া
মায়া কি? কার্য-কারণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ এই জগত তথা প্রকৃতির প্রতিটি সৃষ্টিই হল মায়া। কারণের অপসারণে কার্যের লয়। এই জগতের প্রতিটি বস্তু কণাই সৃষ্টি ও ধ্বংসের চক্রে আবর্তিত।
এই প্রকৃতি তথা জগতের প্রতিটি বস্তুর অস্তিত্ব নিতান্তই বুদবুদের ন্যায়। প্রকৃতির এই রূপ পরিবর্তনশীল প্রকাশই হল মায়া। মায়া আছে বলেই জগত আছে, সৃষ্টি আছে - আমরা আছি। জগতের প্রতিটি জীবের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা যা প্রতিনিয়ত নানা সৃষ্টি লীলায় ব্যপ্ত - এই ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা - যাকে আমরা পরবর্তীতে ঈশক্রিয়া বলব - এগুলি কোন এক পরম ইচ্ছার সঙ্গে সম্পর্ক যুক্ত। এই পরম ইচ্ছা যা হল আমাদের ক্রমবর্ধমান জ্ঞান ভূমির সীমার ঊর্দ্ধে, তাকেই আমরা জ্ঞান স্বরূপা-চৈতন্য স্বরূপা বলে অভিহিত করেছি বা কখনো গুণাতীত তথা নির্গুণ রূপে ব্যক্ত করেছি। যিনি সেই জ্ঞানাতীত ভূমিতে বিচরণ করেছেন তিনি তাঁকেই প্রাপ্ত হয়েছেন। চৈতন্য স্বরূপা আর তিনি তাই অভেদ। সেই পরমাত্মা তথা পরম সত্য ব্যতীত আর সকলই হল মায়া।
তন্ত্র
কার্য-কারণ সম্পর্কে ঘটমান নানা ঘটনাবলীর সুশৃঙ্খল চক্রকেই তন্ত্র বা system বলা যায়। এই তন্ত্র যেমন জাগতিক বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে তেমনই আধ্যাত্মিক জগতেও এই তন্ত্র বিকশিত। বাস্তব জগতের বিভিন্ন তন্ত্রগুলি হল সৌরতন্ত্র, বাস্তুতন্ত্র (eco system), সমাজ তন্ত্র ইত্যাদি। মানুষের দেহও একটা তন্ত্র। আবার সংবহন তন্ত্র, পৌষ্টিক তন্ত্র, শ্বসন তন্ত্র - এগুলি মনুষ্য দেহের মধ্যের উপতন্ত্র। আবার অধ্যাত্ম জগতে যারা এই তন্ত্র নিয়ে চর্চা করেন, তাঁদেরকে বলা হয় তান্ত্রিক।
তন্ত্র বিনাশের কারণ (Why system breaks)
System এর মধ্যে ঘটতে থাকা অনিয়ম - যেকোন ছোট অনিয়মও system বা তন্ত্রের কার্যাবলীতে (functioning) প্রভাব ফেলে। কিন্তু system বা তন্ত্র তার বিভিন্ন মানকের (parameter) পরিবর্তন ঘটিয়ে সেই প্রভাবকে মানিয়ে নেয় (adjust করে )।
অনিয়ম বাড়তে থাকলে একসময় তন্ত্রের উপর হঠাত করে বিশাল প্রভাব এসে পড়ে। এবং system বা তন্ত্র সেটিকে মনিয়ে নেবার সুযোগ পায় না। প্রচণ্ড অভিঘাতের প্রভাবে তন্ত্রটি বিদীর্ণ হয় - যেমন করে ক্ষোভ বাড়তে বাড়তে একসময় পুঞ্জীভূত ক্ষোভ স্ফুলিঙ্গের ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়ে এবং system কে ভেঙে দেয়। তন্ত্রের মধ্যে ঘটে যাওয়া এই ছোট ছোট অনিয়মই হল system-break বা তন্ত্র-বিনষ্টের বীজ।
system বা তন্ত্র অপর আর এক ভাবে ভাঙতে পারে। যথা মুক্তির বাসনা। system এর অন্তর্গত সত্তা(entity) গুলি system এর বন্ধনে আবদ্ধ থাকতে না চাইবার কারণে system থেকে বেরনোর চেষ্টা করে। এই বেরনোর চেষ্টাকে অনিয়ম বলার চেয়ে entity গুলির নিরন্তর প্রচেষ্টা বা সাধনা বলাই ভালো। এই যে system থেকে বেরনোর চেষ্টা - এই হল system-break এর বীজ।
যোগী তাঁর ধ্যান ও যোগ বলে তাঁর সমগ্র চিত্ত ও মনকে কেন্দিভূত করে এই অনিয়মকে নিজ নিয়ন্ত্রণে আনেন। তাঁর পক্ষে এই system বা তন্ত্রটি ছিন্ন করা সহজতর।
কার্য-কারণ সম্বন্ধ যুক্ত এই চক্রে উপরোক্ত 'অনিয়ম' ও 'system থেকে বেরনোর চেষ্টা' উভয়ই হল একাধিক কর্ম সম্পাদনের কারণ এবং অন্তে কোন system-break এর কারণ; আবার একই সাথে নতুন system তৈরি বা রূপায়নের কারণ।
অদ্বৈত বেদান্ত তথা অদ্বৈত তত্ত্ব ব্যতীত অপরাপর তত্ত্বে ঈশ্বর জগত রচনা করেছেন অর্থাৎ system তৈরি করেছেন। আবার অদ্বৈত তত্ত্ব অনুসারে ঈশ্বর নিজেই এই জগত হয়েছেন। জগতের প্রতিটি বিন্দু (অর্থাৎ মানুষ, পশু, পক্ষী, পাহাড়, পর্বত, নদী সবই তিনি অর্থাৎ এক একটি entity) হলেন তিনিই। আর যেহেতু এই entity হলেন তিনিই সেহেতু তাদের এই স্ব-প্রনদিত ক্রিয়াগুলিই ঈশক্রিয়া - যা একাধিক কার্যের কারণ - আবার এমন কারণ যা অপর কোন কারণের কার্য নয় (আপাতভাবে)। ( সাধারণভাবে যেকোন কারণই হল অপর কোন এক কারণের কার্য)।
এই ঈশক্রিয়া যেমন ভাঙতে পারে অর্থাৎ ধ্বংসাত্মক হতে পারে তেমন গড়তেও পারে অর্থাৎ গঠন মূলক হতে পারে।
এই জগতে যত প্রাণী আছে তারা সবাই কমবেশি মাত্রায় ঈশক্রিয়া করতে সক্ষম। নিম্নেতর প্রাণী হাইড্রা তার সূক্ষ্ম পদ সদৃশ অঙ্গ (আপাত ভাবে) বিনা কারণে সঞ্চালন করে অধিকতর পূর্ণত্বের প্রচেষ্টায়। এগুলি ঈশক্রিয়ারই নমুনা। এই ঈশক্রিয়ার ফলেই প্রাণ অর্থাৎ চেতন, জড় তথা অচেতনের উপর প্রভুত্ব লাভ করে।
এখানে ঈশক্রিয়াকে বলা হয়েছে - “ ইহা আপাতভাবে অপর কোন কারণের কার্য নয়" - এই আপাতভাবে বলার কারণ যেকোন কার্যই (যা অপর কর্ম সকলের কারণ) যার কোন কারণ খুঁজে পাওয়া যায় না তার কিছু না কিছু লুক্কায়িত কারণ থাকবে। এই কারণগুলি আদিতে বা অন্তে এক পরম কারণের সাথে সম্পর্ক যুক্ত।
লেবেলসমূহ:
god's act,
Iishakriya,
ishakriya,
maya,
system,
tantra,
why system breaks
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)