মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

তত্ত্ববোধিকা




তত্ত্ববোধিকা



ভারতীয় সংস্কৃতি সহস্রাব্দ প্রাচীন। বিশ্বের পুরাতন সভ্যতাগুলির অন্যতম এই ভারতীয় সভ্যতা আজও আপন ধারায় প্রবাহমান। কিন্তু দীর্ঘ্য নদীর ন্যায় প্রবাহমান এই সভ্যতা তার গতি ধারায় শৈবাল স্বরূপ নানা বাধায় আজ শ্লথ গতি। তত্ত্ববোধিকা সেই শৈবাল স্বরূপ বাধার অতিক্রমণে সংকল্প বদ্ধ। বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিয় সংস্কৃতির পুনরুজ্জীবনে তত্ত্ববোধিকা তার বৈচিত্র্যময় বার্তা নিয়ে উপস্থিত।


বেদান্তই হল ভারতীয় সভ্যতার মূল ভিত্তি। বেদান্তের আলোকবর্তীতাই প্রতিফলিত হয়েছে তত্ত্ববোধিকার পাতায়। প্রযুক্তির যুগে বেদান্তের বৈজ্ঞানিক ভিত্তিকে পাঠকের সামনে তুলে ধরার প্রয়াস গ্রহণ করা হয়েছে ত্রৈমাসিক এই পত্রিকায়। অদ্বৈত তত্ত্বের আলোকে নানা প্রাকৃতিক এবং সামাজিক-মনঃস্তাত্বিক ঘটনাবলীর ব্যাখ্যায় এবং সংশ্লেষে বিজ্ঞান সম্মত গবেষণা ধর্মি বিশ্লেষণ মূলক পরীক্ষানিরীক্ষা ঘটানো হয়েছে। আশাকরি পাঠক গণ তাঁদের নানা আর্থ-সামাজিক সমস্যার চৈত্তিক মৌলিক কারণ অন্বেষণে তত্ত্ববোধিকার এই প্রয়াসে আগ্রহী হবেন।

পুনশ্চ পত্রিকাটির প্রকাশনায় ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি থাকলে পাঠক নিজ গুণে তা মার্জনা করবেন - এই আশা রাখি।

বিনীত-

সম্পাদক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন